‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স পেল রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন ও চরগাজী ইউনিয়নের অর্থায়নে ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রামগতি বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এই পর্যন্ত এ জেলায় ইউনিয়ন পর্যায়ে ১৮টি ‘স্বপ্নযাত্রা’ এ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিহাব হাসান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুর ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন। স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার, জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন,এবং বড়খেরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং সমাজসেবক হাসান মাকছুদ মিজান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার লোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, এ্যাম্বুলেন্সটি চরগাজী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও এর সুবিধা পাবে সকল ইউনিয়নবাসী। ইউনিয়নের যেকোনো ব্যক্তি জরুরী প্রয়োজনে সীমিত খরচে এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, সীমানা বিরোধ-নদী ভাঙন সমস্যাসহ বিস্তীর্ণ চরাঞ্চলের স্বাস্থ্য সেবার জন্যই এ প্রচেষ্টা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এ এ্যাম্বুলেন্স সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়া অন্যান্যদের জন্য স্বল্প খরচে সেবা প্রদান করা হবে।

এর আগে বড়খেরী ইউনিয়নের রামগতি বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২কোটি ৪৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মার্কেট উদ্বোধন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *