বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বাবুলের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও শোক প্রকাশ

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের (ওবায়দুল্লাহ সাহেবের বাড়ি) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম বাবুল (৭৫) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
শনিবার (২০মে)  সকাল ১১ঘটিকায় সময় গার্ড অব ওনার শেষে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়।
গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম, সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন,রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন,মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহাম্মেদ , ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব এলএমজি,এস আই অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স।

শোক প্রকাশ:শেখ শামছুল আলম বুলবুল এক শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে সিরাজুল ইসলাম বাবুলের বীরত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে জাতি তার সূর্য সন্তানকে হারালো । চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত‍্যুকালে তিনি ১ ছেলে,স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বাবুলের মৃত্যুতে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সুশীল সমাজ গভীর শোকপ্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *