
মোহাম্মদ ইউনুছ অভি :
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান’র নির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরী’র নেতৃত্বে ঘূর্ণিঝড় (মোখা) দুর্গত মানুষের মাঝে ৩ হাজার পরিবারকে শুকনা খাবার বিতরণ করেন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্পীড বোট করে সেন্টমার্টিন ঘাটে পৌঁছান। পৌঁছেই তিনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত সকল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় দ্বীপের অসহায় প্রায় ৩ হাজার পরিবারের পাঁশে দাড়িঁয়েছেন টেকনাফ উপজেলা প্রশাসন।
সাথে ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনস্পেক্টর বিদ্যুৎ বিহারি , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস, সিসি নাশিদুল হক ফারুকী।
আরো উপস্থিত ছিলেন, দুঃসময়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরীর টিম সহ, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ ও স্থানীয় জনসাধারণ।
টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরী জানান,আজ সেন্টমার্টিন এসেছি। সেন্টমার্টিন এসে ঘূর্ণিঝড় (মোখা) দুর্গত মানুষের মাঝে ৩ হাজার পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় (মোখা)’র কারনে যাদের ঘরবাড়ী ভেঙ্গেছে তাদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনে আরো ২ দিন সেন্টমার্টিনে অবস্থান করবো। তারপর টেকনাফ ফিরবো।