
মোঃ মুক্তার হোসেন, নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নাধীন বাগুড়ী বেলতলা আম বাজার এলাকার শীর্ষ মাদক বিক্রেতা আব্দুল গনি সহ অপর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন অত্র উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট-ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)।
সূত্র জানিয়েছে,সোমবার(১৫ মে) সকাল ১১ টার দিকে উপরিল্লিখিত এলাকায় মাদক(গাঁজা) বিক্রয় কালীন সময় কেনা-বেচার প্রস্তুতী চলছে,এমন গোপণ তথ্য পেয়ে প্রায় ২০ কিঃ মিঃ পথ পাড়ি দিয়ে পুলিশ সহ শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালান,তথ্য মোতাবেক মাদক বিক্রেতা আব্দুল গনি এবং তার সহযোগী বিক্রেতাকে তাদের বাগুড়ী বেলতলা বাজারস্থ বসতভিটা থেকে গাঁজা বিক্রয়কালীন সময় তাদেরকে হাতে-নাতে ধরে ফেলে।
পরে,মোবাইল কোর্টের আইনে শীর্ষ মাদক বিক্রেতা আব্দুল গনিকে ১৫ দিন এবং তার সহযোগীকে ১৫দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।