লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঘূর্ণিঝড় মোখার প্রভাবে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। নদীতে এখনো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে কোনো জেলে নদীতে মাছ শিকারে নামেননি।

রোববার সকাল সাড়ে ৮টার পর থেকে এ গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছেন। রেডক্রিসেন্টের সদস্যরা বারবার মাইকিং করে মানুষকে সচেতন করছে। দুর্গত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। দুর্গত এলাকায় ১৮৫টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেনি। তাদের জীবনযাত্রার পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, যারা আশ্রয় কেন্দ্রে আছেন, তাদের জন্য শুকনো খাবার ও পাশাপাশি ৩ বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে দেখা দিলে আশ্রয় কেন্দ্র অবস্থান নেবেন বলে জানয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *