মোহাম্মদ ইউনুছ অভি :
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে টেকনাফে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ঘোষিত সর্বশেষ বার্তায় কক্সবাজারে ১০ নম্বর মহা বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মোখা টেকনাফ অতিক্রম করে মিয়ানমার যাবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সতর্কতা নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।
শনিবার (১৩ মে) সন্ধ্যা থেকে টেকনাফের ছয়টি ইউনিয়নের আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেছে। সেন্টমার্টিন ছাড়াও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ,জালিয়া পাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়া, নোয়াপাড়া, সাবরাং, টেকনাফ, বাহারছড়া উপকূলীয় এলাকায় অবস্থিত আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়তে থাকে। এসব আশ্রয়কেন্দ্রে সাধারণ মানুষের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি দেখতে গভীররাতে আশ্রয়কেন্দ্র দেখতে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটে যান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।
- আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে ওসি আব্দুল হালিম আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে কথা বলেন। আশ্রিত মানুষের সুবিধা-অসুবিধার খবরা-খবর নেন। কোনো ধরনের সমস্যা দেখা গেলে ওসিকে অবিহিত করতে বলেন। আশ্রয়কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার ঘোষণা দেন।
শাহপরীর দ্বীপ মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে ওসি আব্দুল হালিম বলেন, ‘জেলা পুলিশ সুপার ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বিক অবস্থা তদারকি করছেন। তার নির্দেশনায় উপকূলের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখলাম। কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন। ভোর হওয়ার আগেই আশ্রিত মানুষের সংখ্যা বাড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘ঘূর্ণিঝড় পূর্ববর্তী টেকনাফ থানার পুলিশ নিয়ে প্রতিটি ইউনিয়নে পৃথক টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড়ে সড়কে গাছপালা পড়লে দ্রুত কেটে দিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও পুলিশ জনগণের কল্যাণে সার্বিক দায়িত্ব পালন করে যাবেন।’