রামগঞ্জ উপজেলার ৩৮তম নির্বাহী কর্মকর্তার যোগদান: ৪ বছরে ৪ নির্বাহী কর্মকর্তার বদলি

তারেক হোসেন, রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধ :

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মোছাঃ শারমিন ইসলাম। তিনি গত ৩০ এপ্রিল লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও বৃহস্পতিবার (৪ মে ২০২৩ইং) তারিখে রামগঞ্জ উপজেলা নির্বাহী হিসাবে যোগদান করেন। মোছাঃ শারমিন ইসলাম রামগঞ্জ উপজেলার ৩৮তম উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোছাঃ শারমিন ইসলাম এর পূর্বে বিসিএস প্রশাসন একাডেমির (শাহবাগ-ঢাকা) সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। যশোরের শার্শা থানার নাভারন গ্রামের রবিউল ইসলামের কন্যা মোছাঃ শারমিন ইসলাম ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে প্রথম কর্মস্থল রামগঞ্জ উপজেলা।
এর পূর্বে ২০২২ ইং সনের ২৭ এপ্রিল শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। মাত্র ১ বছর ৯দিনের মাথায় উম্মে হাবীবা মীরা হটাৎ করেই খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলির আদেশ পান। যদিও তা পরে সংশোধিত হয়ে বান্দরবান জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের অনুমতি পত্র পান। উম্মে হাবীবা মীরা রামগঞ্জ উপজেলার ৩৭তম নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
এদিকে গত ৪ বছরে ৪জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশে কিছুটা হতাশ রামগঞ্জ উপজেলাবাসী। নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এক বছরের বেশি সময় স্থায়ী না হওয়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গতিতে ভাটা পড়ে। একজন নির্বাহী অফিসার যোগদান করার পর কিছু বুঝে উঠার আগেই হটাৎ বদলি হলে আমরা মনে করি তা ঐ উপজেলার জন্য ক্ষতিকর।


শিক্ষাবিদ আবদুস সালাম জানান, মাত্র ৪ বছরে ৪ জন নির্বাহী কর্মকর্তার বদলিতে আমরা অনেকটাই হতাশ। স্কুল-কলেজ-মাদ্রাসা, উন্নয়নমূলক কার্যক্রম এবং সরকারের বিভিন্ন কাজ গতিহীন হতে পারে। তিনি এসব বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলেও মন্তব্য করেন।
উল্লেখ্য গত ১৫ জুলাই ২০১৮ ইং সনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন খোন্দকার রিজাউল করীম, ২০১৯ ইং সনের ১০ জুলাই তিনি খাগড়াছড়িতে বদলি হন। মাঝখানে ১৩ দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, ২০১৯ ইং সনের ২৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন মুনতাসির জাহান। মাত্র এক বছরের মাথায় ২০২০ ইং সনের ২৭ জুলাই তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি হন। ঐ বছরের ২৭ জুলাই তাপ্তি চাকমা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ২০২২ ইং সনের ২৭ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসাবে রামগঞ্জ থেকে বদলি হন তাপ্তি চাকমা। ২০২২ ইং সনের ২৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন উম্মে হাবীবা মীরা। গত ১৫ জুলাই উম্মে হাবীবা মীরাও মাত্র ১ বছরের মাথায় বদলি হন খাগড়াছড়ির গুইমারা উপজেলায় (পরে তিনি বান্দরবান সদর উপজেলায় বদলির আদেশপ্রাপ্ত হন)। চলতি মাসের ৪ মে বিসিএস প্রশাসন একাডেমির (শাহবাগ-ঢাকা) সহকারী পরিচালক মোছাঃ শারমিন ইসলাম রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *