লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউনিয়নে ৪ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি আউশ মৌসুমে ধানের বাম্পার উৎপাদনের লক্ষ্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৪ নং মান্দারী ইউনিয়নে ৪ শত জন কৃষকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের বিনামূল্যে সার ও বীজধান বিতরণ করা হয়।

এ উপলক্ষে রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের সমন্বয়ে মান্দারী ইউনিয়ন পরিষদে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উদ্দীপনা মূলক বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি অহিদুজ্জামান বেগ বাবলু, ইউপি সদস্য মমিন উল্যা, কামাল হোসেন, কাউসার আহম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাছির পাটোয়ারী, সহসভাপতি হেলাল উদ্দিন পাটোয়ারীসহ ইউনিয়ন কৃষি কর্মকর্তা আঃ সহিদসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী বলেন, দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে শেখ হাসিনার বিকল্প নাই। সমালোচনা করার আগে শেখ হাসিনার সফলতাগুলো দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *