সাভারে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের আশুলিয়ায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায়
শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ড. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার বাদ জুমা ঢাকার সাভারের আশুলিয়ায় “গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে বীর মুক্তিযোদ্ধা ড.
জাফরুল্লাহ চৌধুরীকে সমাহিত করা হয়। এর আগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এই বীর মুক্তিযোদ্ধা ডা.
জাফরুল্লাহ চৌধুরীর লাশ নেওয়া হয় গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা.
জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩ইং) সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য
পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ড. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল
কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ,
প্রশাসন, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। পরে জুমার
নামাজ শেষে পিএইচএ মাঠে ড. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাভার
গণস্বাস্থ্য কেন্দ্রেই তার লাশ দাফন করা হয়।
বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের জন্য ড. জাফরুল্লাহ চৌধুরীর লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে
বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ হাজারও মানুষ তার প্রতি শেষ সম্মান ও
শ্রদ্ধা জানান। একই দিন-দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে “গার্ড অব অনার” দেওয়া হয়। প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত
১১টার দিকে ড. জাফরুল্লাহ চৌধুরী’র ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা
যান। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্গদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন,করোনার পর তাঁর কিডনি সমস্যার
পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয় বলে তার চিকিৎসক জানান।

ড. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান ঢাকা-১৯ আসনের
এমপি’সহ সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ
দলীয় নেতা কর্মীগণ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *