রঘুনাথপুর চৌরাস্তা থেকে বাগাদি চৌরাস্তা পর্যন্ত রাস্তা যেনো মরণ ফাঁদঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড রঘুনাথপুর চৌরাস্তা থেকে সদর বাগাদি চৌরাস্তা পর্যন্ত রাস্তা যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে করে যান বাহন গুলি চলাচলে দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। সরজমিন দেখা যায় ওই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছোটবড় পণ্যবাহি ট্রাক ও পিকাপ সহ যাএীবাহি মাইক্রো ও সি এনজি সহ অটোবাইক চলাচল করছে, বলতে গেলে পুরানবাজার থেকে রঘুনাথপুর হয়ে বাগাদি চৌরাস্তা হয়ে ফরিদগঞ্জ যেতে এটি একটি সল্প সময়ের রাস্তা হবায় খুবই ব্যস্ত থাকে যান চলাচলে।

কিন্তু রাস্তাটির মাঝ খান সহ সাইটে বড় বড় গর্তে পরিণত হয়েছে, প্রায় ৫-৬ কিলো মিটার রাস্তাটির বেহাল দশায় পৃষ্ঠ হচ্ছে পথচারি থেকে শুরু করে যাএীবাহি যান চলাচল গুলির মানুষ, তাছারা মটর সাইকেল আরহিরা সামনে বা পিছন থেকে আশা গাড়িকে সাইট দিতে গিয়ে বড় বড় গর্তে পরে দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত বলে আমাদের কাছে বলেন বহ গাড়ি চালকরা, আর আসপাশের মানুষ জানান, অল্প কয়েক বছরের মধ্যে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে বিগত কয়েক বছর মরণ ফাঁদে পরে আছে, ফলে প্রায় সময় দূর্ঘটনার ঘটনা ঘটছে, তাছার রোগী বহন কারি এ্যম্বুলেন্স গুলিও এই ভাঙ্গা রাস্তায় বিপাকে পরে, এত কিছুর পরেও রাস্তাটি সংস্কার করার কোন পদক্ষেপ নেই বা আমরা দেখি না, অনেকটা নিরুপায় হয়ে মানুষজন এই রাস্তাটি দিয়ে চলাচল করছে।

অপর দিকে শীত কালীন সময়ে রাস্তার ছোট বড় গর্ত দেখা গেলেও যাএী সাধারণ দূর্ঘটনার কবলে পরেও প্রাণ হানি থেকে রক্ষা পায়, কিন্তু বর্ষা মৌসুমে এই গর্ত গুলি বৃষ্টির পানিতে তলিয়ে যায়, তখন গাড়ি চালকরা বুঝতে পারে না এটা মরণ ফাঁদ, আর না বুঝে চলাচল করতে গিয়ে ওই গর্তে পরে দূর্ঘটনার শিকার হয়, তাই সমনেই বর্ষা মৌসুম আর বর্ষা আসার আগেই রাস্তাটি সংস্কার কারার দাবি চলাচল কারি চালক যাএী সহ এলাকাবাসী।

আমরাও মনে করে এই রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলতে এবং সড়ক দুর্ঘটনা রোধে অতবি জড়রি রাস্তাটি সংস্কার করার। আর তাই এ বিষয়ে সড়ক বিভাগের দৃষ্ঠি কামনা করেছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *