মোঃ শফিক তপাদার, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুর সদর সহকারী ভূমি কমিশনার হেদায়েত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জেলে কারাদণ্ড দেন। ২ এপ্রিল রবিবার নদীতে জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ।
মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ সময়ে নদীতে জাল দিয়ে মাছ ধরার অপরাধে জেলার হাইমচরে ৬ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের অভিযোগে মোট ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উক্ত কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ। অভিযানের সময় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদর প্রত্যক্ষভাবে সহযোগিতা করে ।এছাড়া সরকারি উপজেলা মৎস্য কর্মকর্তা মো মাহবুব রশিদ মামলার প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্তদের কয়েদি ফরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।