নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ পৌরসভার স্বল্প আয়ের পরিবারের মাঝে ব্যবসায়ীক সহয়তার উপকরণ প্রদান এবং জলবায়ু সহিষ্ণু জীবিকা অন্বেষণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অধীনে ইকোনমিক রিকভারি প্রজেক্ট এর আওতায় বুধবার (২৯ মার্চ) সকালে ব্র্যাকের ইকোনমিক রিকভারী অব ক্লাইমেট মাইগ্র্যান্ট এ্যান্ড নিউপুওর লিভিং ইন ক্লাইমেট ভালনারেবল আরবান লো-ইনকাম সেটেলমেন্টস আয়োজনে
সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-(১) মোঃ নুরুল হক। স্বাগত বক্তব্যে রাখেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন।
এসময়ে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম এবং প্রকল্প উপস্থাপন করেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, মেডিকেল অফিসার এ.কে. এম. ফরহাদ হোসাইন, সিরাজগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয় এর সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম , জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ বাবুল আকতার, এনডিপির ইআরসিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, ব্র্যাক ঢাকার প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার- প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহফুজ উর রহমান, ম্যানেজার মনিটরিং ও ডোলুয়েশন ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রামের মোঃ কামাল হোসেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রিজিওনাল ম্যানেজার মোহা. রবিউল ইসলাম প্রমুখ।
এ সময়ে সিরাজগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দিন, মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম ভূট্র, আরজু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রুমানা রেশমা, তহমিনা খাতুন,মিরা খাতুন সহ অন্যান্যরা
আরবান এগ্রিকালচার প্রকল্প ব্র্যাক এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সকল কর্মীসহ অন্যান্য এনজিও কর্মকর্তারা ও সহায়তা উপকরণ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার দরিদ্র অসহায় ক্ষুদ্র ব্যবসার জন্য ৩’শতাধিক পরিবারে ব্যবসায়িক সহায়তা কার্যক্রমের মধ্যে প্রথমবারে ৩০ জনকে কাপড়, মুদি, বাদাম, ফুসকা সহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসার জন্য ১২ হাজার টাকা মূল্যের সহায়তা ক্রয় করে উপকরণ বিতরণ করা হয়েছে।