দুধের প্যাকেট সরবরাহের কাজ করতেন রোহিত!

নিজস্ব প্রতিবেদক :

রোহিত শর্মা, ভারতের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। নিশ্চিতভাবেই বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদেরও একজন। জাতীয় দলের হয়ে বেতন-ভাতা, ম্যাচ, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী চুক্তি থেকে আয়ের হিসাব আলাদা রাখলেও এক আইপিএল খেলেই যে কত টাকা কামিয়েছেন, সেই হিসাব হয়তো তিনি নিজেই দিতে পারবেন না। ‘

কিন্তু চরম বাস্তবতা হলো, বর্তমানের বিরাট টাকাওয়ালা রোহিত শর্মা একসময় টাকার অভাবে ক্রিকেট সরঞ্জামই কিনতে পারতেন না! ক্রিকেট সরঞ্জাম কেনার টাকা জোগাড়ের জন্য তিনি তাই দুধের প্যাকেট সরবরাহের কাজ করেছেন! দুধের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে টাকা কামাতেন। সেই টাকা দিয়েই কিনেছেন নিজের ব্যাট-প্যাডসহ অন্যান্য সরঞ্জাম।

রোহিতেরই এক সময়ের ঘনিষ্ট বন্ধু, ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা রোহিতের জীবনের সেই কষ্টের অধ্যায়টি সামনে এনেছেন। আসন্ন আইপিএলের ডিজিটাল সম্প্রচারকারী মাধ্যমে এক সাক্ষাৎকারে প্রজ্ঞান ওঝা বলেন, ‘আমি রোহিতকে প্রথম দেখি অনূর্ধ্ব-১৫ ক্যাম্পে। সবাই বলত, ও খুবই প্রতিভাবান। রোহিত আসলে মুম্বাইয়ের ছেলেদের মতোই ছিল। খুব একটা কথা বলত না। কিন্তু মাঠে নেমে আগ্রাসী ব্যাটিং করত। তখনো বুঝতে পারতাম না, ওর ভেতরে কতটা কষ্ট লুকিয়ে রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *