লক্ষ্মীপুরের রামগতিে গৌরবদীপ্ত ৫২তম স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের মনমুগ্ধকর কসরত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতিতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী বাস্তবায়নের মধ্যদিয়ে উপজেলা প্রশাসন উদযাপন করেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপ ধ্বনী ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা।

সকাল ৮টায় আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা।

প্যারেড অংশগ্রহণকারী দলগুলোর সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন ।

পরে, অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ।

কর্মসূচীগুলোতে বীর মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগীতা, প্যারেড, শারীরিক কসরতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *