তরুণ অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল এর গল্প

নিজস্ব প্রতিবেদক :

কম বয়সেই অর্থনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ করেছেন ড. সায়েম “আমীর ফয়সল। সায়েমের জন্ম ১৯৯৪ সালে, ফরিদপুরের সদরপুর উপজেলায়। ২০১১ সালে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা থেকে মাধ্যমিকে বসেন তিনি। এরপর আইবি ডিপ্লোমা সম্পন্ন করে উচ্চশিক্ষায় পাড়ি জমান বহির্বিশ্বে। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরের বছরেই ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে একই বিষয়ে সম্পন্ন করেন স্নাতকোত্তর। পাশাপাশি সেরে ফেলেন এমফিল’র পর্বটাও। ২০১৮ সালে মাত্র ২৩ বছর ১০ মাস বয়সে অর্থনীতিতে পিএইচডি করে রেকর্ড অর্জন করেন সায়েম আমীর ফয়সল।

ছোট থেকেই আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পছন্দ করতেন সায়েম। একটু বড় হতেই ইচ্ছাটা যেন খুব বেশি পেয়ে বসে। তাই জাতি, শ্রেণি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যের মাধ্যমে মানবতার বাণীকে ছড়িয়ে নিতে তিনি প্রতিষ্ঠা করেছেন সিটিজেনস প্রোগ্রাম ফর হিউমান ডেভেলপমেন্ট (সিপিএইচডি) নামের একটি সংস্থা। ইতিমধ্যে নাম জড়িয়েছেন রাজনীতিতেও। একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ২০১৮ সাল থেকে। দেশের অর্থনৈতিক নানা ক্রাইসিসে মিডিয়ায় ও টকশো’তে ক্রান্তিকাল বিশ্লেষণ ও উত্তরণে পরামর্শ দিতে দেখা যায় সায়েনকে। দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রতিকূলতা পেরিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সূফি-ইকোনোমিকস বা সুফিনমিক্স নামের একটি তত্ত্বও উপস্থাপন করছেন তরুণ এ অর্থনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *