লক্ষ্মীপুরের রামগতিে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নানান আয়োজনে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস-ফারুক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের জমকালো আয়োজনে গত বুধবার (২২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা । খেলা শেষে ছিল সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান।

উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান।

ফাইনাল খেলায় আজাদ মেমোরিয়াল এফ সি একাদশ চ্যাম্পিয়ন ও শেখ রাসেল ক্রীড়া চক্র রার্নাস আপ ট্রফি অর্জন করে।

এরআগে গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে উপজেলার রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন হয়।

বড়খেরী ও চরগাজী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন জেলা থেকে সর্বমোট ১২টি দল দিয়ে গঠিত ৪টি গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি খেলায় নানা বয়সী দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রেফারি বাঁশিতে ফুঁ দিতেই শুরু হয় দর্শক-সমর্থকদের উল্লাসধ্বনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সহ চারজন রেফারি খেলা পরিচালনা করছেন।

আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মজিবুল করিম বিপ্লব জানান, নিয়মিত মাঠে চলছে টান টান উত্তেজনার একেকটি ফুটবল ম্যাচ শেষে ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

বড়খেরী ইউপি চেয়ারম্যান ও টুর্ণামেন্টের সদস্য সচিব হাসান মাকসুদ মিজান জানান, টুর্ণামেন্ট আয়োজনে সর্বস্তরের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি। এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ও বিশাল একটি সফল টুর্ণামেন্ট উপহার দিতে পেরেছি।

চরগাজী ইউপি চেয়ারম্যান এবং টুনার্মেন্ট কমিটির আহবায়ক তাওহিদুল ইসলাম সুমন বলেন, ফাইনাল ম্যাচে আজাদ মেমোরিয়াল এফ সি একাদশ বনাম শেখ রাসেল ক্রীড়া চক্র, লাকসামকে ০৩-০১ গোলে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *