সিরাজগঞ্জে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট উদ্যোগে অতিদরিদ্র গৃহহীন বিধবা হামিদা বেওয়াকে ঘর নির্মাণ করে দিয়ে ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :

এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৯ এর পক্ষ থেকে এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর আয়োজনে সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লার অতিদরিদ্র গৃহহীন বিধবা হামিদা বেওয়ার জন্য একটি ঘর নির্মাণ করে তার হাতে ঘরের চাবি তুলে দেন ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান হেলাল আহমেদ এবং এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সভাপতি এপেক্সিয়ান ফরিদুল হক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপেক্সিয়ান রায়হান কবির মিঠু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুস সালাম, সদস্য এপেক্সিয়ান আব্দুর রহিম। আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেন, এলাকার জনপ্রিয় চিকিৎসক ডাক্তার আব্দুর রশিদ সহ গন্যমান্য ব্যাক্তিগন। ২৩৷৩৷২০২৩ইং বৃহস্পতিবার বিকেলে অনারম্বর অনুষ্ঠানে ঘরটি হস্তান্তর করা হয়। বছরের পর বছর ঝড় বৃষ্টি আর শীতের কষ্ট ভোগ করার পর বৃদ্ধা হামিদ বেওয়া একটি ঘর পেয়ে আবেগে আপ্লুত হন এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এপেক্স ক্লাবের মূল উদ্দেশ্য মানব সেবা, সুনাগরিক সৃষ্টি এবং বন্ধুত্ব করা। আসুন আমরা সবাই এপেক্স ক্লাবের পতাকার নিচে সমবেত হই মানুষের কল্যাণে কাজ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *