লক্ষ্মীপুরের রামগতির চর আলগীতে ৯৩ ভোটের ব্যবধানে জয়ী নৌকার প্রার্থী জাকির হোসেন চৌধুরী লিটন

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬ নং চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৩ ভোটের ব্যবধানে জয় নৌকা প্রতীকের প্রার্থী। চর আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হলেন পূণরায় আবরো চেয়ারম্যান।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কাজী হেকমত আলী জানান, নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকির হোসেন চৌধুরী লিটন বিজয়ী হয়েছেন।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন নৌকা প্রতীকে ৩ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কারিমুল মাওলা সাহেদ আলী মনু আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬২২ ভোট।

রিটানিং কর্মকর্তা আরও জানান, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও তিন প্রার্থী। তাদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ১৪০ ভোট এবং চশমা প্রতীকে মো. নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৪৩ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী নাদিয়া সুলতানা মিলি টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ২৮২ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি ছিলো, এই ইউপি নির্বাচন চলা কালীন ভোটাররা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *