লক্ষ্মীপুরের রামগতিতে শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট চর আলগী ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণায় জমজমাট ভাবে চলছে প্রচারণা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন।নির্বাচনী আমেজ বিরাজ করছে জনমনে। তাই প্রার্থীদেরও দৌড়ঝাঁপেরও কমতি নেই।নানান প্রতিশ্রুতি নিয়ে শেষবারের মতো হাজির হচ্ছেন ভোটারের দুয়ারে। ভোটারকে আকৃষ্ট করতে নানা রকম ছন্দ তালে চলছে মাইকিং।

ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা করছে গণসংযোগ। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন তার মধ্যে এক দম্পতি তারা স্বামী স্ত্রী দুজন হয়েছে চেয়ারম্যান প্রার্থী। তবে নির্বাচনী মাঠে স্বামী সাহেদ আলী মনুর ব্যাপক প্রচারণা থাকলেও স্ত্রী নাদিয়া সুলতানা মিলির (টেবিল ফ্যান) প্রতিকের কোন প্রচারণা নেই। নেই কোন পোস্টার ফেস্টুন।

বাকি চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মো. কারিমুল মাওলা ওরফে (সাহেদ আলী মনু) আনারস, মো. দেলোয়ার হোসেন (মোটর সাইকেল), মো. নুরুল ইসলাম (চশমা) প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।

এদিকে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হওয়াতে সাহেদ আলী মনুকে গেল ৫ মার্চ দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। কিন্তু সাহেদ আলী মনু জানান, তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে এগিয়ে থাকার পরেও জাকির হোসেন চৌধুরীকে দল থেকে মনোনীত করেছে। তাই তিনি নিজেই গত ১৯ ফ্রেবুয়ারি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করছেন।

গত ২৬ জানুয়ারি তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কমিশনার কাজী হেকমত আলী। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন। সাধারণ সদস্য পদে ৩১জন। এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ৯ নং ওয়ার্ডে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু নাছের।

উপকূলীয় অঞ্চলের এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩৮৫০ জন। ৯টি কেন্দ্রে ৫৩টি আলাদা বুথে সকাল ৮.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কাজী হেকমত আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *