সবুজকানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও অভিভাবক দিবস

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শহরের সুনামখ্যাত বিদ্যাপীঠ সবুজকানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশ, বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করা হয়, শপথ পাঠ, প্রতিযোগিদের কুজকাওয়াজ, মশাল পরিভ্রমণ ও বিভিন্ন ইভেন্টে খেলাধুলার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
দু’দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধনী দিন বুধবার (১ মার্চ) সকালে অত্র শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি, উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবীর, জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। দু’দিন ব্যাপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

স্বাগত বক্তব্যে রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ও সঞ্চালনায় ছিলেন, সিনিয়র শিক্ষক এস,এম, এনামুল কবীর, মোঃ কাউছারুল ইসলাম।

দু’দিনব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্বে রয়েছেন সহকারি প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, প্রভাষক আসাদুল ইসলাম, খন্দকার মনোয়ার হোসেন, নূর নবী সেখ, আতিকুজ্জামান, অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর রহমান, এস,এম, সাদেক রেজা, মাহবুবুল আলম, লুৎফন নেছা, ফারজানা খাতুন, সুলতানা নাজনীন আফরোজ, শিরিন খাতুন,আরজিনা খাতুন, টি.এম.লওহে মাহফুজর রহমান, অনিল কুমার সরকার,সাকাওয়াত হোসেন, জয়নুল আবেদীন, আব্দুল লতিফ, ঈমান আলী, সুভাষ চন্দ্র ঘোষ, সহকারি শিক্ষক নূরে আলম হীরা, মোছাঃ রওশন আরা,কাবেরী সুলতানা, শারমিন বিল্লাহ,রুবিনা বেগম শিলা, জিনিয়া ইসলাম ফাতেমা, সুমনা, সহ অন্যান্য শিক্ষক, অফিস সহকারি মোঃ খাদেম আলী সহ অন্যান্যরা।

সমাপনী দিন বৃহস্পতিবার অভিভাবক দিবস উদযাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *