জাতীয় বীমা দিবসে মৃত্যু দাবির চেক প্রদান

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

১লা মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষে
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার কর্তৃক আয়োজিত জাতীয় বীমা দিবসের আলোচনা সভা এবং মৃত্যু দাবীর চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রকাশ থাকে যে, মার্কেন্টাইল ইসলামী লাইফের লক্ষ্মীপুর মহিলা জোনের অধীনে। লক্ষ্মীপুর সদরের বটতলীর আবুল কালাম তালুকদার নামে এক ব্যক্তি মাসিক ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা পর্যন্ত জমা দেন। পরবর্তীতে লোকটির গায়ে গাছ পড়ে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে মার্কেন্টাইল কোম্পানী তার স্ত্রী নমিনী নয়ন তারা কে ১ লক্ষ ২২ হাজার ৫ শত ৮০ টাকা মৃত্যুদাবী পরিশোধ করেন। তিনি তাৎক্ষণিক খুশি হয়ে ১২ হাজার টাকার একটি নতুন পলিসি গ্রহন করেন। বাকী ১লক্ষ ১০ হাজার ৫ শত ৮০ টাকার চেক নমিনীর হাতে তুলে দেন।

উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক, সেচ্ছাসেবক, সাংবাদিক, হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সেচ্ছাসেবক এবং বি.কে.বি. ক্লাবের সভাপতি, মো. ইসমাইল খাঁন সুজন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ডিজিএম লক্ষ্মীপুর মহিলা জোন ইনচার্জ শাহানা ইয়াছমিন।
সদর জোনের ইনচার্জ কোম্পানীর ডিজিএম দীল মোহাম্মদ পারভেজ। কমলনগর জোনাল ইনচার্জ কোম্পানীর ডিজিএম ও ভোরের পত্রিকার প্রকাশক নাজমুল হোসেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসবে অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার ইনচার্জ ও বিশিষ্ট সমাজসেবক এবং সেচ্ছাসেবক ও ভোরের পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা সাধারণত সম্পাদক, কাজী নাঈম উদ্দিন। উক্ত বীমা দিবস সফল হোক সার্থক হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *