চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী ও মোটরসাইকেল চালকের জরিমানা





নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন কচুয়া বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের তালিকা না রাখার দায়ে ৩ ব্যবসায়ী তারেক , সুমন ও রাজন সরকারকে ৩ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালানোর দায়ে ৫মোটর সাইকেল চালককে ২ হাজার ৯শত টাকা জরিমান করা হয় । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জায়েদ হোসেন বলেন কচুয়া পৌর বাজারে সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তায় জনচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য মোটরযান আইনে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা দোকানে সাঁটিয়ে না রাখার দায়ে ভোক্তাধিকার আইনে জরিমানা করা হয়েছে। এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। কেউ নিয়মের ব্যত্যয় করলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার, বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা ও আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *