রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ই ফেব্রুয়ারি দুপুর ২টায় দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আগত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোস্তফা কামাল ভূঁইয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফেরদাউস খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মহসিন আহমেদ রাশেদ খলিফা, ইউপি সদস্য, ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদ, মোঃ তসলিম মিয়া, প্রধান শিক্ষক, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়,তাজুল ইসলাম পাটোয়ারী, সভাপতি, ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগ,একেএম জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক, ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগ।এতে আরও উপস্থিত ছিলেন তুহিন পাল, সাবেক সভাপতি, দল্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মোঃ হাছানুর জামান ভূঁইয়া, সাংবাদিক দৈনিক ভোরের সময়, মোঃ রতন পাটোয়ারী আওয়ামী লীগ নেতা ,এমরান হোসেন মিজি, যুবলীগ নেতা সহ অত্র বিদ্যালয়ে সকল শিক্ষক বৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি কামনায় বিশেষ বক্তব্য রাখেন।

এ সময় ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল বলেন,বিদ্যা যেমন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম,ঠিক তেমনি খেলাধূলা,বিনোদন হলো দেহমন সুস্থ রাখার মাধ্যম। সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নাই। দেশ ও জাতির উন্নতি করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।পড়াশোনার মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।তোমাদের ভবিষ্যৎ জীবনে মোঙ্গল কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *