নিজস্ব প্রতিবেদক :
কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ।শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্হ অসহায় মানুষের কাছে সর্বনাশই কারন শীতকাল এলেই ধনী ও মধ্যবিত্তরা বাহারি ডিজাইন ও নানা রঙ্গের শীতের পোশাক কেনার ধুম পরে যায়।আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্হ মানুষের পাশে শীতবস্হ পৌছে দিচ্ছে গাজীপুর জেলা ছাত্রলীগ নেতকর্মীগণ।এরই অংশ হিসাবে ২০/১/২০২৩ রাতে মাওনা ফ্লাইওভারের নিচে অসহায় গরিব মানুষদের কম্বল বিতরণ করেন শ্রীপুর পৌর ছাত্রলীগের নেতা আজমল হোসাইন শাকিল এবং ছাত্রলীগের নেত্রী মারিয়া এছাড়াও উপস্হিত ছিল রেখা উর্বশী ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীগণ।এই সময় মাওনা ফ্লাইওভার ও আশেপাশের প্রায় ৪০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।জব্বার নামক একজন রিক্সাচালক বয়স ৫০ বছর তিনি জানান যে শীতে অনেক কষ্ট করেছি আজ ছাত্রলীগের উদ্দেগে কম্বল পেয়ে উপকৃত হলাম এরকম আরো অনেকেই আবেগে আপ্লুত হয়।ছাত্রলীগের নেতাকর্মী আজমল হোসাইন শাকিল এবং মারিয়া বলেন যে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের মাধ্যমে এই উপহার গরিবদের মধ্যে পৌছে দিচ্ছি।