নন্দন প্রতিবন্ধী স্কুলের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট :

লক্ষ্মীপুরের সদর উপজেলায় বুধবার (১৪ ডিসেম্বর ২০২২) ঐতিহ্য কনভেনশন সেন্টার সন্ধ্যা ৭টা লক্ষ্মীপুর জেলা প্রথম প্রতিবন্ধী বিদ্যালয় “নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের” কার্যনির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌরসভার সুযোগ্য মেয়র ও নন্দন অটিসম এন্ড এনডিডি স্কুলের সভাপতি মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সমন্বয়ক প্রফেসর জেড এম ফারুকী, সভা সঞ্চালনা করে নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক, রাজু আহমেদ সহ-সভাপতি, শংকর মজুমদার, কার্যনির্বাহী কমিটির সদস্য বনশ্রী পাল চৌধুরী, সুলতানা মাসুমা বানু, প্রধান শিক্ষক নাসরিন আক্তার।

এ সময় কার্যনির্বাহী কমিটিতে মাইজদী সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর শহীদ, চন্দ্রগঞ্জ অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাকসুদুর রহমান, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলফা সাবরিন, রাশেদা মারজান, রাজিয়া সুলতানা সহ ১৫ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করার সিদ্ধান্ত হয়।

উক্ত স্কুলে পাঁচ বিশিষ্ট উপদেষ্টা কমিটি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এই সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী স্কুলকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সকলের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং লক্ষ্মীপুরের সকলের সহযোগিতা কামনা করলেন।

আরো উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা, উক্ত স্কুলে সহকারী শিক্ষক সেলিনা আক্তার, আজিমুন নাহার, হোসনেয়ারা বেগম, নাজনিন আক্তার, নুর নাহার, এ এইচ এম রেজাউল করিম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *