কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর জেলার সদরে ‘কারিগরি শিক্ষার গুরুত্ব: প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার সংলগ্ন শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সভায় বিপুলসংখ্যক শিক্ষক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ, উপ-পরিচালক এসএম শাহজাহান, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

বক্তারা জানান, স্মার্ট বাংলাদেশে গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই প্রত্যেক পরিবার থেকে একজন করে কারিগরি শিক্ষা নিবেন।

বক্তারা আরও জানান, প্রধানমন্ত্রী’র নেতৃত্বে বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে। তার হাত ধরেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে দেশের বর্তমান প্রজন্ম।

উন্নত বাংলাদেশ গড়তে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছেন। দেশ কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে তিনি উদ্যোগ নিয়েছেন। আজ বঙ্গবন্ধুর সে উদ্যোগকে বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *