
কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিনিধি ঃ-
আজ মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট কচুয়া উপজেলার সকল নেতা কর্মী এক সাথে উপস্থিত হয়ে কচুয়া বাজার সৃতিসৌধে ফুলের শুভেচ্ছা জানান কচুয়াবাসি সহ দেশের সকল জনগণকে। সৃতিসৌধে সেই সময় সরকারি প্রশাসনের লোক পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে যারা উপস্থিত ছিলেন তারা হলেন জাকের পার্টি ,কচুয়া উপজেলার ছাত্রফ্রন্ট এর সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক তুহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল মোল্লা ও মোঃ নেয়ামত সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেরাজ মুন্সি, অর্থ সম্পাদক মোঃ উজ্জল সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই সময় দেশবাসি ও সাধারণ জনগণের জন্য এক খতম মিলাদ শরীফ পড়া হয় এবং কচুয়াবাসি সহ সকল মানুষের জন দোয়া করা হয় যাতে করে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। ভালো থাকতে পারে, এক মুঠো ভাত খেতে পারে, জনগণ যেন শান্তিতে ঘুমাতে পারে। অনুষ্ঠান পরিচালনা করা হয় জাকের পার্টি কচুয়া উপজেলা ছাত্রcফ্রন্ট এর সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে।