কাজী নাঈম উদ্দিন, নির্বাহী সম্পাদক :
রাত ১০ টাতেও পোশাক পড়ে ডিউটি করেন টিআই (প্রশাসন) জনাব প্রবীর কুমার দাস সহ অন্যান্য অফিসার ও ফোর্স।
এটাই লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রতিদিন রাতের চিত্র।
আইন-শৃঙ্খলা ও যানবাহন শৃঙ্খলায় লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের দিক-নির্দেশনায় এভাবেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, লক্ষীপুর।
ট্রাফিক পুলিশের এটাই চালচিত্র। তবুও ভালো থাকুক লক্ষ্মীপুর জেলা।
এদিকে লক্ষীপুর সাবেক প্রেসক্লাবে সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রবীর কুমার দাসকে ধন্যবাদ জানিয়ে, লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এর উদ্দেশ্য বলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার হলেন একজন সৎ এবং কর্মঠ পুলিশ কর্মকর্তা। জনসেবার মানসিকতা সম্পন্ন ভালো মনের একজন পুলিশ সুপার আছেন বলেই সর্বত্র পুলিশী সেবা প্রাপ্তি সহজ হচ্ছে। রাত জেগে সেবা দেয়ায় ট্রাফিক বিভাগের সকল সদস্যেকে অনেক অনেক ধন্যবাদ।
অপর দিকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক কাজী নাঈম উদ্দিন বলেন, লক্ষ্মীপুর পুলিশের সেবাকে জটিল নয় সহজ করে এবং পুলিশের কাছে ভিকটিম নয়, ভিকটিমের কাছে পুলিশ, এ মূলমন্ত্রে লক্ষ্মীপুরের পুলিশ যে নান্দনিকতার নজির সৃষ্টি করেছেন তা অকল্পনীয়। আজ স্কুল কলেজের সামনে বখাটের আড্ডা নেই, অসহায় পরিবার আজ প্রতিবেশীর নির্যাতনে সংকিত নয়। এ অবদান, এ পরিবর্তন কেবলই লক্ষ্মীপুর পুলিশ দ্বারায় সম্ভব।