আজ সদর দক্ষিণের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন

স্টাফ রিপোর্টার :

আজ ২৮ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫টি ইউনিয়ন পরিষদের ৫ চেয়ারম্যান পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সকল ইউনিয়নেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে একাধিক দলীয় প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে আবার কোথায়ও অন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের দলের বিদ্রোহী নেতাকর্মীরা সমর্থন দিয়েছে। ফলে উপজেলার ৫টি ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থীকে মোকাবেলা করতে হবে নিজ দলের বিদ্রোহী প্রার্থী কিংবা দলের বিদ্রোহী নেতাদের সমর্থিত প্রার্থীদের।

অপরদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদেও ৫ ইউনিয়নে প্রার্থীর ছড়াছড়ি রয়েছে।
নির্বাচনকে অবাধ,সুষ্টু ভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন বলে জানা গেছে।
জানা যায়, বিজয়পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন , জাড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ৫ জন, জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন ৪জন, ৩নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করছেন ৯ জন , নং বারপাড়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৪ জন।
সদর দক্ষিণ উপজেলার নির্বাহি অফিসার শুভাশিস ঘোষ ৫ টি ইউনিয়ন পরিষদের সার্বিক বিষয়ে দৈনিক আমাদের কুমিল্লাকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী রবিবার বিকাল থেকে অবস্থান করছেন ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোতে। এদিকে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, ২ প্লাটুন বিজিবি রয়েছেন ।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সদর দক্ষিণ মডেল থানার আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় মাঠে কাজ করেছেন। ফাস্টিং ইউনিয়ন পরিষদে করেছেন প্রায় ৬০০ জন সদস্য, আনসার রয়েছেন ৫০০ জন । ভোটকেন্দ্রের আশেপাশে বহিরাগত লোকজন দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রায়হান আরেফিন বলেন তফসিল ঘোষণার পর থেকে ৫টি ইউনিয়নে এলাকায় শান্তিপূর্ণভাবে আছে। আজ সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হবে।নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি ভালো আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *