বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : ভোরের পত্রিকা

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগতিতে মঙ্গলবার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপরেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদ ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটরস (ইউডিএফ) মো. জাকিরুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাসান, প্রশিক্ষক শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস. এম. শান্তুনু চৌধুরী জানান, দেশের যুবকরা বেকার না থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণসহ যুব উন্নয়নের যে কোন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। এজন্য নিজেদের আরও বেশী আগ্রহী হতে হবে। সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে ২০ জন যুবক অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *