শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

ছবি : ভোরের পত্রিকা

মোঃ শফিক তপাদার, চাঁদপুর জেলা প্রতিনিধি:

নানা আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড।

রবিবার সকালে এ উপলক্ষে বিভিন্ন মহলের কয়েক’শ লোক নিয়ে র‍্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

র‍্যালীটি জেলা প্রশাসক কার্যালয় হতে সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় এতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন শাহাদাত, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলন, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, মেলাকে ঘিরে চাঁদপুর স্টেডিয়ামে উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর মোট ৪টি ক্যাটাগরীতে সর্বমোট ৭০টি স্টল স্থাপন করা হয়েছে। যেখানে দর্শনার্থীরা সকাল ৯টা হতে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ২ দিনব্যাপী ডিজিটাল মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠান উপভোগ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *