ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনসহ ৬৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ছবি : ভোরের পত্রিকা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার ১৩ নভেম্বর চেয়ারম্যান পদে ৭ ও সাধারণ সদস্য পদে ৫০ জন,সংরক্ষিত মহিলা সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক।

চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। মোহাম্মদ হোসেন মিন্টু (নৌকা),সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজী (ঘোড়া), মোঃ ফারুক আহমেদ (টেলিফোন), হোসাইন আহমেদ রাজন শেখ( আনারশ), রমজান আলী খান (চশমা), মোঃ হেলাল উদ্দিন (হাতপাখা), কাজী ইকবাল হোসেন পিন্টু (মটর সাইকেল)।

সাধারণ সদস্য পদে ১ ওয়ার্ডে প্রতীক পেয়েছেন ৯ জন।জসিমউদদীন (আপেল),শহীদুল্লাহ খান(টিউবওয়েল),ওহিদ উল্ল্যা(বৈদ্যুতিক পাখা), মোঃআলমগীর (টর্চলাইট),মোঃরাসেল,(ভ্যান গাড়ি), ছাত্তার মুন্সী( ক্রিকেট ব্যাট),মিলন তপাদার (তালা), মাইনউদ্দিন পাটোয়ারী(ফুটবল),কামরুল হাসান (মোরগ)।

২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন। মোঃ সাদ্দাম হোসেন( তালা),মোঃ রানা মিয়া(আপেল),মোঃ মোস্তফা(মোরগ), মোঃশরীফ হোসেন(ফুটবল)।

৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। মোঃ সেলিম (তালা),জাকির হোসেন মোল্লা( আপেল), মোঃ লোকমান হোসেন(ফুটবল), মোঃআলী হায়দার পাটোওয়ারী(মোরগ),মোঃ সুমন(টিউবওয়েল), আক্তার হোসেন(বৈদ্যুতিক পাখা),শাহাদাত হোসেন খান(ক্রিকেট ব্যাট)।

৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। আলমগীর হোসেন মিয়া( টিউবওয়েল),আব্দুল কাদের হেলাল(ঘুড়ি)মাইন উদ্দিন সর্দার( ফুটবল), মমিনুল ইসলাম( তালা), সালাউদ্দিন (মোরগ),বিল্লাল হোসেন( আপেল)
৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫ জন।

এমরান হোসেন তালুকদার(ফুটবল) নেওয়ামত উল্ল্যাহ ( আপেল), আব্দুর রাজ্জাক তালুকদার( মোরগ),রিয়াদ হোসেন( তালা), রবিউল শেখ (টিউবওয়েল)।

৬ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন। রুহুলামিন খান গাজী(আপেল), মোঃ বশির(মোরগ) আতিকুল ইসলাম( তালা),নুরুল ইসলাম (ফুটবল)।

৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫ জন। আসাদুজ্জামান (টিউবওয়েল),মহিন উদ্দিন( ফুটবল), সলিমুল্লাহ পাটোয়ারী ( মোরগ) মোঃ ইউছুফ আলী( আপেল),হাসান মাহমুদ( তালা)।

৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন। শাহিন শহীদ (ফুটবল), কামরুল হাসান( তালা),আব্বাস আলী পাটোয়ারী(মোরগ),কামাল হোসেন (ফুটবল)।

৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। মোঃ নুরে রহমান (আপেল),মোঃ সুজন(ফুটবল) মোঃ নেছার উদ্দিন(বৈদ্যুতিক পাখা) মাকসুদুর রহমান( তালা), মনির হোসেন(মোরগ), আবুল খালেক পাটোয়ারী (টিউবওয়েল)।

সংরক্ষিত ১ ওয়ার্ড (মহিলা) সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫ জন রাশিদা বেগম( মাইক),ফাহিমা বেগম( বই),শিখা রানী মজুমদার(কলম),জাহানারা বেগম( সূর্যমূখী ফুল),রীনা আক্তার (ক্যামরা)।

সংরক্ষিত ২ ওয়ার্ড (মহিলা) সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪ জন। আয়েশা বেগম(হেলিকাপ্টার)মরিয়ম বেগম(মাইক), রানুবেগম (সূর্যমুখী ফুল),জাহানারাবেগম (বই)।

সংরক্ষিত ৩ নং ওয়ার্ড( মহিলা) সাধারণ সদস্য পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩ জন। কুসুম আকতার(কলম), আমেনা আক্তার( মাইক),শাহানারা বেগম (বই)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *