দুই বাংলার যৌথ অংশগ্রহণে প্রথমবারের মতো দুবাইয়ে চলছে বই মেলা ও বঙ্গ সাংস্কৃতিক

কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিনিধি,,, সংযোগ আরব আমিরাত ঃ-

আয়োজনটি দুবাইয়ে হওয়াতে আন্তর্জাতিক কবি-সাহিত্যকদেরও অংশগ্রহণ ছিল লক্ষনীয়। দুবাই কনস্যুলেট প্রাঙ্গনে এই মেলার প্রধান লক্ষ্য ছিল বই পিপাসুদের চাহিদা মেটানো এবং নতুন প্রজন্মের মধ্যে বইয়ের আগ্রহ সৃষ্টি করা। নজরে আসে ছোট্ট লেখক রুহিন হোসেনের বই।
প্রবাসীদের মধ্যে অনেকই বই পড়তে ভালোবাসেন। মূলত বই পিপাসুদের চাহিদা মেটাতে এবং বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে দুবাইয়ে প্রথম বার এই বই মেলা এবং বঙ্গ সংস্কৃতির আয়োজন করা হয়। চার থেকে ছয় নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপি এ প্রায় ৭০টির স্টল ছিল।
মহিবুল হাসান চৌধুরী এমপি,
শিক্ষা উপমন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এখানে আমিরাতে অবস্থানরত পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহনে নাচ,গান,ফ্যাশন শো সহ ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণও।শাদাত হোসেন,
বাংলাদেশি লেখক।
বি এম জামাল হোসেন, কনসাল জেনারেল,বাংলাদেশ কনস্যুলেট দুবাই।

মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *