বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৫ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছেঃ

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৬৫ লাখ ৮৭ হাজার ৮২২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন। একই সাথে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৮৭ হাজার ৮২২ জন। আর সুস্থ হয়েছেন ৬১ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৪২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৯২ লাখ ২৯ হাজার ১৩৮ জনে। মোট মারা গেছেন ১০ লাখ ৯৪ হাজার ১৬৩ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৪৬ হাজার ৩৫৮ জন।

এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৮১ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৭ লাখ সাত হাজার ৫৬৬ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৭০০ জনের।

এছাড়া জার্মানি আক্রান্তে চতুর্থ স্থানে আছে। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৯২০ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৯৩ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *