দিন দা ডে এখন ডুবাইতে

নিজস্ব প্রতিনিধি, কে এ সৌরভ খাঁন :

মালয়েশিয়ার পরে এবার ওমান,বাহরাইন,দুবাইয়ের সেন্সর বোর্ড অনুমতি দিলেই বক্স সিনেমার মাধ্যমে এ দেশ গুলোতে ‘দিন দা ডে’ রিলিজের সময় নির্ধারণ করা হবে। অনন্ত জলিল জানান মালয়েশিয়াতে তেইশটা স্কৃনে সিনেমা রিলিজ হয়েছে। যেখানে দুইটিতে সরাসরি তারা উপস্থিত থেকে বাংলাদেশি সিনেমার প্রতি প্রবাসীদের ভালোবাসা দেখেছেন, যা কল্পনাও করতে পারেন নি। ‘দিন দা ডে’ রিলিজের জন্যে দুবাইয়ের বক্স সিনেমার সাথে ইতিমধ্যেই মিটিং সম্পন্ন করেছেন বলে জানান অনন্ত জলিল। প্রযোজক ও বড় পর্দার অভিনেতা অনন্ত জলিল এবং অভিনেতা বর্ষা অভিনীত ‘দিন দা ডে’ ছবি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে মালয়েশিয়াতে। তাই এবার ওমান,বাহরাইন এবং দুবাইয়ে রিলিজ করতে চান ‘দিন দা ডে’ ছবিটি। এসব দেশের সেন্সরে আটকে থাকা ‘দিন দা ডে’ অনুমতি পেলেই রিলিজের সময় নির্ধারণ করা হবে বলে জানান অনন্ত জলিল। ভবিষ্যৎএ দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা এবং জীবনী নিয়েও ছবি নির্মিত করার আশা ব্যক্ত করেন তিনি। বর্তমান যুগের সাথে মিল রেখে চলচিত্র জগতে তুমুল পরিবর্তন নিয়ে আসতে পেরেছেন বলে জানান অনন্ত জলিল। পোস্টারের ডিজাইন থেকে শুরু করে সিনেমা প্রমোশনের ডিজিটালাইজড,বিলবোর্ডের পরিবর্তন এমন অনেক কিছুই। সেই সাথে তিনি প্রত্যাশা করছেন দুবাইতে প্রচুর বাংলাদেশি থাকাতে, মালয়েশিয়ার মতো দুবাইতেও ভালো সাড়া পাবেন। সংযুক্ত আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসীরা প্রত্যাশায় আছেন বলিউড,হলিউডের মতো বাংলাদেশি ছবি নিয়মিত রিলিজ হবে আমিরাতে। এবং ‘দিন দা ডে’ ছবি মুক্তি পেলে বিনোদনের জন্যে বাংলা ছবি দেখবে এমন প্রত্যাশায় প্রবাসীরা। গতকাল অনন্ত জলিল ব্যবসায়ীক কাজে আমেরিকা গেলেও, দুবাই থেকে দেশের উদ্দ্যেশ্যে রউনা দিয়ে দেশে পৌছে গিয়েছেন অনন্তের পরিবার। এখন শুধু বাংলা সিনেমা দেখার অপেক্ষার প্রহর গুনতে হবে প্রবাসী বিনোদনমুখী সিনেমা প্রেমিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *