
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
গতকাল 20 সেপ্টেম্বর/ 22 ইং মঙ্গলবার কেওঁচিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব, ওচমান আলী প্রতিদিনের মতো রাত্রে ইউপি সদস্য ও বন্ধু বান্ধবদের নিয়ে নিয়ে এলাকায় টহল দিতে বের হলে দস্তিদার হাটের পূর্ব দিকে ব্রিজের পরে একটি ডামপার ট্রাক নংঃ- চট্রমেট্রো 011-9090 দাড়িনো অবস্থায় দেখতে পাই । চেয়ারম্যানের গাড়ি পিছু নিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে সন্দেহ বেড়ে যায় । তখন চেয়ারম্যান সাহেবের গাড়ি সামনে এগিয়ে গিয়ে গাড়ি টি কে থামিয়ে ড্রাইভার কে জিঙ্গেসাবদ করলে , ড্রাইভার উলটাপালটা তথ্য দিতে থাকে। এক পর্যায়ে ড্রাইভার কে নামিয়ে ব্যাপক জিঙ্গাসাবাদে গরু ডাকাতির কথা স্বীকারোক্তি দেয় ।
বিষয় টি চেয়ারম্যান সাহেব সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবহিত করলে তিনি দ্রুত এগিয়ে এসে গাড়ি টি জব্দ করে এবং ডাকাত ড্রাইভারের তথ্যের বিত্তিতে বাকী ডাকাতদের গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র ও তালা কাটার যন্ত্র উদ্ধার করেন ।
চেয়ারম্যান সাহেবের এমন সাহসিকতাপূর্ণ উদ্যোগ কে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই একই সাথে থানা প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছি যে ওসি সাহেব দ্রুত পদক্ষেপ নেওয়ায় ডাকাত ও অস্ত্র উদ্ধারে সক্ষম হয় ।।