মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
দীর্ঘদিন ধরে দুই ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায় পৈত্রিক জমি এক ভাই বড় পেয়েছেন ২২ বছর আগে একি দলিলের সম হি ;; মালিক অথচ ২ ভাই ঘুরছেন আদালতের বারান্দায় এভাবেই নিঃসরিত মামলার বেড়াজালে আদালতে একবার মামলার রায় নিয়ে পরবর্তীতে আবারও একই জমির উপর মামলা দায়ের করেন
চাচাতো ভাই মিজানুর রহমানের করা একের পর এক বাটোয়ারা মামলা ।
মিজানুর লন্ডন প্রবাসী থাকায় তার ছোট ভাই মামুনকে দিয়েই মামলা পরিচালনা করছেন দীর্ঘদিন ঘটনাটি যুগনো জজ আদালত হতে আটোয়ারী আদালতকে মামলাটি বর্তমানে চলমান যাহার নং ৯৪/২১ বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে সময় অতিবাহিত করছেন মামুন অন্যদিকে তপন ও কায়সার আলম ভুক্তভোগী দুজনেই ঘুরছেন আদালত পাড়ায়
একটা সময় আটোয়ারী উপজেলার জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েও কোন প্রতিকার পাননি। নিরুপায় হয়ে আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা
পঞ্চগড় জেলার আটোয়ারীর নলপুকুরী ইসুব আলী সন্তান আটোয়ারী উপজেলার রসেয়া বড় বড়োবাড়ির হাফেজ পাগলার নাতি অনেক বড় পরিবারে জন্ম নেওয়া তপনও কায়সার বেদনা বিঁধুর স্মৃতি আর নিজের সম্পত্তি লোমহর্ষক বর্ননা দিতে গিয়ে কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমরা দুই ভাই কি অপরাধ করেছি রাষ্ট্র কি কাউকে হয়রানি করার অধিকার কাউকে দিয়েছে নাকি এর মধ্যে এক ভাই তপন শারীরিক অসুস্থ তারপরও কষ্ট করে আদালত পাড়ায় ভাঙ্গা পা নিয়ে কোন মত কৃেজের উপর ভর করে হাঁটেন ঠিকমতো বসতে পারেন না তবুও কোর্টে হাজিরা দিচ্ছেন অন্যদিকে মামলার পিছনে কাউসার আলম তার গ্রামের সব জমি শেষ করে দিয়েছে প্রায়।
সম্প্রতি আদালত বিষয়টিকে সুনজরে নিয়েছেন
তপন কায়সারের আইনজীবী অ্যাডভোকেট জাফর ইকবাল সুমন জানান মামলাটি অন্য আইনজীবী চালিয়েছেন কি কারনে সময় অতিবাহিত করেছেন আমার জানা নেই তবে এই মামলার এতদিন সময় লাগার কথা নয় বিজ্ঞ বিচারক মহোদয় আশা রাখি এই মামলার আমার মক্কেল ন্যায়বিচার পাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ।