উচ্ছেদ ঠেকাতে আন্দোলন করতে ঢাকা যাওয়ার পথে ৬৩ জন আটক সীতাকুন্ডে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ( চট্রগ্রাম) প্রতিনিধি :

চট্রগ্রাম সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ও আলী নগর বসবাসকারীদের উচ্ছেদ ঠেকাতে বাসিন্দাদের আবেদন, আন্দোলন সরকারের নজরে আনার জন্য বিক্ষোভ করতে চট্রগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে দুটি বাস থেকে ৬৩ জনকে আটক করেছে সীতাকুন্ড থানা পুলিশ।

সীতাকুন্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, উপজেলার আলীনগরে চলমান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের বৈঠকের সময় বিক্ষোভ প্রদর্শন করতে তারা ঢাকায় যাচ্ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে
শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে তাদেরকে দুটি বাস তল্লাসী করে তাদের আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আরো বলেন, সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুরের স্থানীয়দের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও প্রশাসনের উপর হামলার ঘটনায় এযাবত ৮ টি মামলা হয়েছে। আটকৃতরা অনেকেই এসব মামলার আসামি। তাদের মধ্যে ওই সব মামলার কারা আছে, তা যাচাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তালিকাভূক্তদের কে কোর্টে প্রেরন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে বিক্ষোভকারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা গোপন সূত্রে খবর পাই। পরে পুলিশ ওই বাসের ৬৩ জন যাত্রীকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে তিন হাজার একশো একর সরকারি খাস পাহাড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে রোববার (১২ সেপ্টেম্বর) সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ঢাকায়। সম্প্রতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই এলাকায় প্রথম দফায় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। চারশত পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতোমধ্যে সেখানে অবৈধ দখলদারদের কবলে থাকা ৭শ’ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পর আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ ৭টি মামলা করেছে। সরকার জঙ্গল সলিমপুর আলীনগরে আটটি প্রকল্প হাতে নিয়েছে,যা খুব শিগ্রিই বাস্তবায়নের মুখ দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *