লক্ষ্মীপুর জমিসংক্রান্ত বিরোধ : দুই ভাইয়ের পথ নিয়ে

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর জেলার সদর ইউনিয়নের ৫নং পার্বতীনগরের ৫নং ওয়ার্ডের ভিতরে জমি নিয়ে বিরোধ দুই ভাইয়ের মাঝে। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে দুই ভায়ের মাঝে আবারো ঝামেলা। মো. আবুল বাশার সদর থানা এসে অভিযোগ করেন। আমি আমার ভুক্ত সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক থাকিয়া তথায় ভোগদখরত অবস্থায় আছি। আবু ছিদ্দিকের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। আমার বড় ভাই আবু ছিদ্দিক পৈত্রিক সম্পত্তি হইতে আমাকে বেদখল করিয়া তাহার নিজেরাই জবর দখল করার বিভিন্ন রকম পায়তারা করি আসতছে। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করিলে, বিরোধীয় বিষয় নিয়া এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতি একাধিকার শালিস বৈঠক বসে সমাধান করিলে তা পরবর্তীতে মেনে নেয়নি এবং দেড় বছর পূর্বে সীমানা পাছির তৈরি করে ভোগদখল করে আসছি বর্তমানে সেই পাছির অশিকার করে পাছির ভেঙ্গে আমার চলার পথ বন্ধ করে দেয়। আবু ছিদ্দিকের গুন্ডা বাহিনী নিয়ে এসে বিকল্প ভেড়া দিয়েছে। আবু ছিদ্দিকের একঘোয়ামির কারণে বিরোধীয় বিষয়টি আপোষ নিষ্পত্তি হয় নাই। এরই মধ্যে আমরা আমাদের দকলীয় সম্পত্তির উপর সীমানা প্রাচীর নির্মান করি। ইহাতে আবু ছিদ্দিক আমাদের উপর ক্ষিপ্ত হইয়া উঠে এবং আমাদেরকে বিভিন্ন রকম হুমকি ধমকি প্রধান করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকল ৯টা সময় আবু ছিদ্দিক আমাদের দখলীয় সম্পত্তিতে আসিয়া জোর পূর্বক সীমানা প্রাচীর ভাংচুর করিয়া অনুমান ৯৫০০০/- টাকায় ক্ষতিসাধন করে। আবু ছিদ্দিকের লোকেরা লোহার রড়, হাতুড়ি, হেমার নিয়া আমাদেরকে মারধর করার জন্য আমাদের গায়ের দিকে আসিলে আমরা প্রাণের ভয়ে ঘরে ডুকে দরজা বন্ধ করে দেই। এক পর্যায় আবু ছিদ্দিকের লোকেরা আমাদে কে মারিবে কাটিবে হত্যা করবে এবং গুম করবে ও আমাদের পৈত্তিক সম্পত্তি জোর দখল করে নিবে বলে হুমকি ধমকি প্রদর্শন করে। এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করচ্ছি যাতে করে এর একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *