মুক্তার হোসেন ” বেনাপোল ( যশোর):
যশোরের শার্শায় মৎস্য দপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বেতনা নদী থেকে অবৈধ নেট পাটা বাঁধ অপসারণ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে শার্শার সরুপদাহ গ্রামের বেতনা নদীর অংশ থেকে এই অবৈধ নেট পাটা অপসারণ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ইসলাম ( সহকারী কমিশনার ভুমি, শার্শা ), সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান সহ শার্শা থানা পুলিশের চৌকস অফিসারগণ।
বেতনা নদীর গতিধারা এবং নদীকে উন্মুক্ত জলাধারে ফিরিয়ে আনতে এসমস্ত অবৈধ নেট পাটা বাঁধ অপসারণ করে ধ্বংস করার পাশাপাশি এ অভিযাম অব্যাহত থাকবে বলে জানান মৎস্য দপ্তরের এই সিনিয়র কর্মকর্তা।