দক্ষ বীমা পেশাজীবী ছাড়া বীমা খাতের উন্নয়ন সম্ভব না

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

গবেষণা, নতুন পণ্য নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে বীমা পেশাজীবীদের দক্ষ করে গড়ে তুলা সম্ভব, দক্ষ বীমা পেশাজীবী ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব না।

প্রত্যেক পেশাজীবীর প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা। পেশাজীবীদের কাজে অবহেলা বা দায়িত্বজ্ঞানহীনতার কারণে জনসাধারণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। উন্নত দেশগুলোতে পেশাগত কাজে অবহেলা এবং অসাধু পন্থা অবলম্বনের কারণে একজন পেশাজীবীকে জেল ও জরিমানার সম্মুখীন এমনকি তার লাইসেন্স বাতিল হতে পারে।

পেশাজীবীদের ক্ষেত্রে কর্তব্যে অবহেলা, অসাবধানতা (ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত) কোনভাবেই বাঞ্চনীয় বা গ্রহণযোগ্য নয়। এটি আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। যারা নিজেদের প্রকৃত পেশাদার বলে দাবি করেন, তাদের অবশ্যই এ ব্যাপারে অধিক সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন।

আমাদের দেশের প্রত্যেকটি বীমা কোম্পানির কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। চেষ্টার মাধ্যমে আমরা নিজেরা সফল হতে পারব ইনশাআল্লাহ।

কাজী নাঈম উদ্দিন জেনারেল মেনেজার এবং ইনচার্জ লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *