স্বাধীনতার পর থেকে এরকম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি হয়নি: সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরে জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টায় চাঁদপুর হাসান হাই স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এসময় তিনি বলেন,স্বাধীনতার পর থেকে এরকম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি হয়নি। এই তেলের মূল্যবৃদ্ধির কারনে সব কিছুর ভাড়া দাম বেড়ে যাবে। আপনারা যে পরিমান চুরি করেছেন ১লক্ষ টাকা লিটারে তেল ক্রয় করলেও আপনাদের চুরির টাকা শেষ হবে না। কিন্তু খেটে খাওয়া মানুষের কি হবে। অবিলম্বে জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরুন। অন্যথায় বাংলার জনগন আপনাদের টেনে হিচরে রাস্তায় নামাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিনের সভাপ্রধানে ও সাধারন সম্পাদক ইয়াছিন রাসেদ সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন।

এসয়ম বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন,

সহ সভাপতি অধ্যক্ষ গাজী মোঃ হানিফ, সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, পৌর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর,সদর উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ বেলাল হোসাইন,হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া,জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন,ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন,সাধারন সম্পাদক এ এইচ এম নিজাম,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন।

এদিকে সমাবেশ চলাকালীন সময়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *