লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
নিরাপদ, বাসযোগ্য ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে লক্ষ্মীপুরের রামগঞ্জের পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মাল। ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করে যাচ্ছেন। এলাকায় অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে চান তিনি।
জানা গেছে, রাজনীতি ছাড়াও ফয়সাল মাল এলাকার নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকতে ভালোবাসেন তিনি। করোনাকালেও থামেনি তার কার্যক্রম। করোনাভাইরাস শুরু থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে গেছেন তিনি। রাতের আঁধারে অসহায়দের বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। রমজানে বিতরণ করেছেন ইফতার সামগ্রীও। এছাড়াও তার ওয়ার্ডে মাইকিং ও মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন তিনি। করোনা শুরু থেকে তিনি বিভিন্ন স্থানে নিজ হাতে জীবাণুনাশক স্প্রেও করেন। তাই আরো ব্যাপকভাবে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পৌরসভার জনগণের সহযোগিতা চান তিনি।
জানতে চাইলে ফয়সাল মাল বলেন, আমার পৌর জনগণকে আমি সেবা দিয়ে যাচ্ছি সামনে যাবো। যে কোন সমস্যা নিয়ে যখনি আমার কাছে কেউ আসবে তখনি তাদের সেবা দিবো। পৌর জনগণ আমাকে ভালোবাসে আমি ও তাদেরকে ভালোবাসি। জনগণের কথা চিন্তা করে আমি কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য। এলাকার পুরনো রাস্তা সংস্কার, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার শতভাগ নিশ্চিত করার চেষ্টা করবো। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবো।