রামগঞ্জে পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছের রেনু নিধন

মোঃ হাছানুর জামান ভূঁইয়া রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : 

সোমবার রাতে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মিজি বাড়ি বড়  পুকুরে এ ঘটনা ঘটে। এতে ওই পুকুরের রেণু ও কাপজাতীয় মাছ নষ্ট হয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত  মৎস্য চাষী  সাইফুল ইসলাম সুমন  দাবি করেন। 

মঙ্গলবার দুপুরে মৎস্য চাষী সাইফুল ইসলাম সুমন জানান মিজি বাড়ির মুজিবুর রহমান পুকুরের অংশীদার। 

তিনি  বাংলা ১৪২৫ সনের ২৮শে জুলাই থেকে ১৪২৯ সালের ২৮শে জুলাই মাস পর্যন্ত ৫বছর মেয়াদে ২লাখ টাকায় বিনিময় চুক্তিপত্রে তার বাড়ির সকল অংশীদার কাছ থেকে লিজ নেন। 

উক্ত লিজ তিনি সাবলিজ হিসেবে একই গ্রামের  সাইফুল  ইসলাম সুমনের সাথে চুক্তিপত্র করেন।

চুক্তিপত্র অনুযায়ী সাইফুল ইসলাম সুমন সাবলীজ হিসেবে এখনও ৯মাস বাকী রয়েছে। 

পুকুরে প্রায় ৮ লাখ টাকার অধিক মাছের রেনু রয়েছে।

সুমন জানান মুজিবুর রহমান ও আমার সাথে ব্যক্তিগত বিরোধের জেরধরে ইউপি সদস্য সিংগার ফারুক সহ একটি  দুষ্কৃতকারী রামগঞ্জে প্রতারক চক্র জালিয়াতি মাধ্যমে একটি ভুয়া চুক্তিনামার ফটোকপি দেখিয়ে আমাদের লিজের মেয়াদ শেষ হচ্ছে বলে বিভ্রান্তি সৃষ্টি করেন।

সৃষ্ট ঘটনায় জেরধরে প্রতারক চক্রটি বিরুদ্ধে গত সপ্তাখানেক আগে থানায় মামলা করেন লিজ গ্রহীতা মুজিবুর রহমান।

মামলা আসামী দুলাল হোসেন, ফরিদ হোসেন, রশিদ,তুহিন সহ প্রায় ৯ জনই পুকুর লিজের মেয়াদ শেষ হচ্ছে বলে মাছের রেনু বিক্রিতে বাঁধাদেন। ঘটনার জেরধরে সোমবার গভীররাতে দুলাল হোসেন, ফরিদ,তুহিন,রশিদ নেতৃত্বে  প্রায় ১০/১২ জন দুর্বৃত্তরা পুকুরের পানিতে বিষপ্রয়োগ করে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধন করেন।

সুমন আরো বলেন তিনি কয়েক বছর মৎস্য চাষ করে আসছেন।

দুর্বৃত্তরা তার  লিজকৃত ৪টি পুকুর থেকে মাছের রেনু বিক্রি করতে দেয়নি। মাঝেমধ্যে চাঁদাও  দাবি করেন। 

অভিযুক্ত দুলাল,ফরিদ,রশিদ জানান পুকুরের লিজ অনেক আগে শেষ হয়েছে। 

মুজিবুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদ মোস্তফা জানান মাছ পরীক্ষার জন্য সাবলীজ গ্রহীতা সাইফুল ইসলাম সুমন পুকুরের পানিও মাছের রেনু পরীক্ষার জন্য আমার কাছে আনেন। আমি চট্রগ্রামে রেনু পরীক্ষার জন্য তাহাদেরকে আদেশ দিয়েছি।

কাগজপত্র অনুযায়ী সুমন এখনও সাবলিজ গ্রহীতা।

থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস জানান পুকুরের মাছ লিজকৃত ও বাড়ির মালিকানা দাবী করে পৃথক অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্ত চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *