লক্ষ্মীপুরের রামগতিতে জব্দ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার :

মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। গতকাল বুধবার বিকেল উপজেলার বয়ার চর ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে ৫ হাজার ৮২৪ টাকায় বিক্রি করা হয়।

এ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এ সময় স্থানীয় ফিশিংবোট মালিক, জেলে ও আড়তদারদের কে এ বিষয়ে সতর্ক করা হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, সাগরে এখন বড় প্রজাতির মাছ লক্ষ্যা, তাইল্যা, গুইজ্যা, বোম মাইট্যা তেমন ধরা পড়ে না। কারণ অপরিকল্পিতভাবে মাছ আহরণ করা হচ্ছে। এখন ওই সব প্রজাতির মাছের প্রজনন মৌসুম চলছে। তাই সরকার টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার কারণে ওই মাছগুলো জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *