
মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখীয়া ইউনিয়নের নতুন রামপুর বাজারের উত্তর পাশে নিজামুল হক খাটি দুধের চা বিক্রয় করেন। এই খাটি দুধের চা খাওয়ার জন্য ফরিদগন্জ দক্ষিন ও পশ্চিম অঞ্চলের লোক রাত দিন খাটি চা খাওয়ার জন্য আসে।
কয়েকজন চা খাওয়া লোক জনের কাছে আলাপ করে জানা যায়, নিজাম ভাই আজ থেকে ২০ বছর চা বিক্রয় করেন, চা খাওয়ার জন্য সকল ধরনের মানুষ ভিড় জামায়।
এলাকার ইউপি সদস্য মোঃ মিলন মিয়ার সাথে কথা বলে জানা যায়, নিজাম ভাই দীর্ঘ দিন এই বাজারে চা বিক্রয় করেন, চা খাওয়ার জন্য বিভিন্ন যায়গা থেকে লোক জন আসেন।
আরেক ইউপি সদস্য সাথে কথা বলে যানা যায়,
আমাদের এই নিজামুল হকে দোকানে দুর্দুরান্ত থেকে চা খাওয়ার জন্য আসে।
দোকানীর মালিক নিজামুল হকের সাথে কথা বলে যানা যায়, আমি ২০ বছর যাবত এখানে চা দোকানের ব্যবসা করে আসছি, আমার দোকানে খাটি দুধের চা বিক্রয় করে থাকি, তাই বিভিন্ন যায়গা থেকে চা খাওয়ার জন্য আসে। তাই আমি সকল চা খাওয়া কাস্টমারদের ধন্যবাদ জানায়।