
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের কচুয়ায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের ভবনে কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে শুক্রবার রাত ২টায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসী বিল্লাল হোসেনের ভবন থেকে স্টিলের আলমিরাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় বলে প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার জানায় জানায়।
তিনি আরো জানান, রাতে ডাকাত দল আমাদের ভবনের কলাপসিবল গেইট কেটে ঘরে ডুকে আমাকে এবং আমার শাশুড়ি, সন্তান ও বাড়িতে বেড়াতে আসা মেহমানদের অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের সকলের হাত পা বেঁধে ফেলে। সে সময় ডাকাতরা বাড়ির কোথায় কি আছে জানতে চায়। একপর্যায়ে ঘরের ভিতরে থাকা সকল কিছু তছনছ করে এবং আলমিরা থেকে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও ৪ টি মোবাইল সেট লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।