লক্ষ্মীপুর জেলায় বিনামুল্যে হাজারো রোগীর চিকিৎসা সেবা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিনামূল্যে হাজারো রোগীর (চক্ষু, ডায়বেটিস ও রক্ত) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সদর উপজেলার পশ্চিম টুমচর গ্রামে আনোয়ারা-মনছুর ফাউন্ডেশনের উদ্দ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গত শনিবার (০৪ জুন) দিনব্যাপী এ কার্যক্রম চলে। এতে চোখে লেন্স সংযোজনের জন্য শতাধিক রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার এ বি মহি উদ্দিন, ডা. একে শফিক উদ্দিন, আওয়ামী লীগ নেতা এ এফ জসিম উদ্দিন আহমদ, আবদুল হামিদ, শহীদ উদ্দিন প্রমুখ।
আয়োজকরা বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারী-শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিবছর ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রচার নয় সেবাই মূল লক্ষ্য জানিয়ে তারা আরো বলেন, ২০০১ সাল থেকে বিনামুল্যে চিকিৎসা কার্যক্রম ও প্রতিছর ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *