মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক ঃ
নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মোঃ বিপ্লব প্রধান (৪০) ।
পথে বিভিন্ন জায়গায় বিচারপতি প্রটোকল ও সুবিধা ও নেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছে ও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন।
পরে কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ কন্ট্রোল রুম থেকে মুঠোফোনে মতলব দক্ষিণ থানার পুলিশকে জানানো হয়। সেখানে একজন বিচারপতি যাচ্ছেন।
এরপর পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন। সেখানে যাওয়ার পর পুলিশ জানতে পারে, বিপ্লব প্রধান ভুঁইয়া বিচারপতি। সাথে সাথে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
আটক বিপ্লব প্রধান উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহাবুব প্রধানের ছেলে। বিপ্লব প্রধান উপজেলা সদরে কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন।