
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর-কাশিমপুর রোডে চন্দ্রবানু প্লাজায় “আল্লাহর দান বিরায়ানী হাউজ”-৫ নং শাখা’র দোকান থেকে কয়েকজন ক্রেতা বিরায়ানী কিনে খাওয়ার সময় অস্বাস্থ্যকর পরিবেশ দেখেন এবং বিরায়ানীর মধ্যে চিকন হাড্ডি পেয়ে কুকুরের মাংস বলে সন্দেহ হয়। এরপর লোকজন সাংবাদিকসহ আশুলিয়া থানা পুলিশ প্রশাসনকে এ বিষয়ে জানায়।
রবিবার (১৫ মে ২০২২ইং) রাতে উক্ত অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এসময় বিরায়ানী হাউজের মালিক সজল, রাজিব ও বিল্লালসহ ৭-৮জন বখাটে যুবকরা উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন এবং পুরো সাংবাদিক সমাজকে নিয়ে অপমানজনক ভাবে কথা বলেন ও ভিডিও করা শুরু করে, এসময় তারা সাংবাদিকদেরকে বিভিন্ন হুমকি প্রদান করে। এ ঘটনার সময় স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতা মোঃ জমাত আলী দেওয়ান ও আওয়ামী লীগ, যুবলীগ নেতারা ঘটনাস্থলে আসেন এবং তাদের উপস্থিতিতে ওই দোকানের মালিক মোঃ রাজীব (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। রাত ১ টার দিকে ঘটনাস্থল বিরায়ানী হাউজ-৫ নং শাখা’র দোকান থেকে তাকে আটক করা হয়।আটককৃত রাজীব বরিশালের মুলাদি থানার নুনচর গ্রামের মোঃ চুন্নু হাওলাদারের ছেলে। আটককৃত রাজীব জানায় আশুলিয়ার নরসিংহপুর, কাঠগড়াসহ বিভিন্ন এলাকায় “আল্লাহর দান” নামে তাদের ৭টি বিরায়ানী হাউজ এর দোকান শাখা রয়েছে। এ ছাড়াও পলাতক রয়েছে মোঃ সজল (২৪), সে চুন্নু হাওলাদারের বড় ছেলে এবং বিল্লাল হোসেন (২৫) এই এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। দোকানদার সজল ও রাজীব তারা বিল্লালের চাচাতো ভাই। তাদের বিরুদ্ধে ভারতীয় মাংস বিরায়ানীর ভেতরে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে ওই দোকানে সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক যান, সেখানে গিয়ে জানতে চান যে, তারা কিসের মাংস দিয়ে বিরায়ানী রান্না করেন। এসময় আটককৃত রাজীবের চাচাতো ভাই বিল্লাল একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসেই সাংবাদিকদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে হুমকি প্রদান করেন এবং কয়েকজন সাংবাদিকের উপর চড়াও হন। এরপর পুলিশ আসার কিছুক্ষণ পরেই বিল্লাল ঘটনাস্থল থেকে শটকে পরেন। পরবর্তীতে রাত ১টার দিকে দোকানদার রাজীবকে আটক করে আশুলিয়া থানা পুলিশ হেফাজতে নেয়া হয়।
উক্ত বিরায়ানী হাউজ থেকে বিরায়ানী খেয়ে আলমগীর হোসেন নামের এক ক্রেতা সন্দেহ করেন, এ ঘটনায় দোকানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। তাকে দোকানদার সজল ও রাজীব হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয় বলে তিনি জানান। আলমগীর বলেন, দোকানদারদের এমন মনোভাব দেখে বিরায়ানী না খেয়ে ১৮০টাকা দিয়ে চলে যাই। তিনি আরও বলেন, মাঝে মধ্যে ওই দোকানে এমন অনেক ঘটনা ঘটে, তারা ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার স্থানীয় সিনিয়র আওয়ামীলীগ নেতা মোঃ জমত আলী দেওয়ান বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম। দোকানদার সজল, রাজীব ও বিল্লাল হোসেনসহ ৭-৮জন যুবক আমার সামনেই উপস্থিত সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমি সেখানে আসার পর এক এক করে মাস্তানরা চলে যায়। এরপর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ ওই দোকানের মালিক রাজীবকে আটক করে নিয়ে যায়।এ ব্যাপারে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার ও অপমানজনক আচরণ করেছে দোকানদার রাজীব, সজল ও বিল্লালসহ ৭-৮জন যুবক। আমি আসার আগেই তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি কোনো অন্যায়কে মেনে নিতে পারিনা, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হোক। তিনি আরও বলেন, আমাদের এলাকায় কুকুরের মাংস দিয়ে বিরায়ানি রান্না করে মানুষকে খাওয়াবে এটা হতে দেওয়া যাবে না। এ ঘটনার সাথে জড়িত কাউকে যেন পুলিশ ছাড় না দেয় বলে তিনি অভিমত প্রকাশ করেন।